সরকারি চাকরি খবর বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি

  সরকারি চাকরি খবর ,বাংলাদেশ  নৌবাহিনীতে  চাকরি 


বাংলাদেশ নৌবাহিনী ২০২২- অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: ২০২২-বি অফিসার ক্যাডেট ব্যাচ
পদের নাম: নৌকমান্ডো সাবমেরিনার জাহাজের ক্যাপ্টেন
ওএয়ারক্রাফট পাইলট

 

শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি এইচএসসি বিজ্ঞান /সমমান। ন্যূনতম জিপিএ .৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান গণিতে ন্যূনতম জিপিএ .০০ থাকা লাগবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ন্যূনতম গ্রেড ২টিতে বি গ্রেড লেভেলে ২টিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এছাড়া সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য জিপিএ .৫০ উভয় পরীক্ষায় থাকতে হবে।  পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে জিপিএ .০০ ন্যূনতম থাকতে হবে।

শারীরিক যোগ্যতা


পুরুষ: উচ্চতা ফুট ইঞ্চি,

ওজন: পুরুষ: উচ্চতা ফুট ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি।


নারী: উচ্চতা ফুট ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি।

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীর জন্য ১৮-২৩ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

চাকরির ধরণ: স্থায়ী


প্রার্থীর ধরণ: নারী-পুরুষ

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট  www.joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৭০০ টাকা

 আবেদনের শেষ সময়: ২৫-১০-২০২১ইং


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

No comments

Powered by Blogger.